রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

ইসরাইলকে সাথে নিয়ে ইরানে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের!

শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, ‍যুক্তরাষ্ট্র: ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই ‘সামরিক শক্তি’ প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল সামনে থেকে এর নেতৃত্ব দেবে বলেও জানান তিনি।

আগামী রোববার (১২ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প। তবে এ আলোচনার আগমুহূর্তেই ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন তিনি।

গত বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেন ট্রাম্প।

ইসরাইল এ সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যদি সামরিক শক্তি প্রয়োজন হয়, তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব। আর অবশ্যই ইসরাইল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে।

গত বুধবার ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তেহরান সম্মানের সঙ্গে, আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। আমরা নিজেদের অর্জন থেকে একচুলও পিছিয়ে যাব না।’

তবে এসবের মধ্যেই ফের নিষেধাজ্ঞার দিকেই গেল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সংস্থাগুলো এর আগেও কালো তালিকাভুক্ত এইওআই এবং তেসার সঙ্গে সংশ্লিষ্ট, যারা পরমাণু গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটাই তাদের লক্ষ্য।