মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির আহ্বান হামাসের

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

গাজা উপত্যকা, ফিলিস্তিন: গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলের উপর ‘প্রকৃত চাপ প্রয়োগ’ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাস। গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি- ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলার পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তারা এ আহ্বান জানাল। সংবাদ এএফপির।

উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের জন্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় পরস্পরকে দোষারোপ করেছে।

এ দিকে, গাজায় আটক ছয় জিম্মির মৃত্যুর পর নেতানিয়াহু অবশিষ্ট বন্দিদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির নিয়ে চাপের মুখে পড়েছেন।

হামাসের কাতারভিত্তিক প্রধান আলোচক খলিল আল-হাইয়া যুক্তরাষ্ট্রকে ‘নেতানিয়াহু ও তার সরকারের উপর সত্যিকারের চাপ প্রয়োগ করার’ এবং ইসরালের প্রতি ‘তাদের অন্ধ পক্ষপাত ত্যাগ’ করার আহ্বান জানিয়েছেন।

তবে নেতানিয়াহু বলেন, ‘গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি।’

তিনি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, এ বিষয়ে এখনো চুক্তিতে পৌঁছানো না গেলেও এটি করতে আমরা যা করতে পারি, তা করব।’

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ‘ইসরাইলকে অবশ্যই মিশর-গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে; যাতে হামাসের কাছে অস্ত্র চোরাচালান প্রতিরোধ করা যায়।’

এ দিকে, গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরাইলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হামাস বলেছে, ‘নেতানিয়াহুর অবস্থান ‘একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যকে ব্যর্থ করছে।’

হাসাস আরো বলেছে, ‘নতুন করে চুক্তির প্রয়োজন নেই। কারণ, তারা কয়েক মাস পূর্বে বাইডেনের রূপরেখা অনুযায়ী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।’

হামাস বিবৃতিতে বলেছে, ‘আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেয়ার বিষয়ে সতর্ক করছি। ইহুদি এ নেতা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালাতে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।’