মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলের সব অপরাধযজ্ঞের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের অকুন্ঠ সমর্থন

শনিবার, অক্টোবর ২১, ২০২৩

প্রিন্ট করুন

মালেশিয়া: ‘ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যত বর্বরতা চালাচ্ছে, তার পেছনে রয়েছে তেল আবিবের প্রতি যুক্তরাষ্ট্রের অকুন্ঠ সমর্থন।’ বলেছেন মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক্স পেইজে দেয়া পোস্টে মাহাথির মোহাম্মদ বলেন, ‘আসল ব্যাপার হল যে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত সব নৃশংসতা তেল আবিবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থেকে উদ্ভূত।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার যদি ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করে ও ইসরাইল সরকারকে সব সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে ইসরাইল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে পারবে না।’

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘গাজার হাসপাতালে ফিলিস্তিনিরা ভুলক্রমে রকেট হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ হাস্যকর ও অযৌক্তিক।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আল-আহলি আরব হাসপাতালের বিস্ফোরণ যে ইসরাইলের বিমান থেকে বোমার কারণে হয়েছে, কেন তাতে সন্দেহ পোষণ করা হচ্ছে?’