রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলের সমর্থনে ‘সাদা ও নীল’ আলো জ্বালাল হোয়াইট হাউস

মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে হামাসের সাথে যুদ্ধে ইসরাইলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সমর্থনের অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউনেস নীল ও সাদা আলো জ্বালানো হয়েছে। একই আলো জ্বালানো হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসেও। খবর আল-জাজিরার।

শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে হঠাৎ হামলা চালায় হামাস। এই হামলায় এখন পর্যন্ত নয় শতাধিক ইসরাইলি নিহত হয়েছেন। আর পাল্টা উত্তরে হামাসের হামলায় গাজায় নিহত হয়েছেন ৫০০’র বেশি ফিলিস্তিনি।

ইসরাইলি পতাকার রঙ নীল ও সাদা। এ কারণেই হোয়াইট হাউসে সাদা ও নীল রঙের আলো জ্বালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসেও নীল ও সাদা রঙের আলো জ্বালানো হয়েছে। তবে, ইসরাইলকে সমর্থন করে সিডনিতে আলো জ্বালানোয় ক্ষুব্ধ হয়েছেন দেশটির বহু নাগরিক। এ সময় এক হাজারেরও বেশি নাগরিক ফিলিস্তিনের পতাকা নিয়ে অপেরা হাউসের সামনে বিক্ষোভ করেন।

বলে রাখা ভাল, হামাসের সাথে যুদ্ধে ইসরাইলকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ইসরাইলে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ফাইটার জেট ও রণতরী পাঠাচ্ছে দেশটি।