রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইসরায়েলি সৈন্যের হামলায় দুই ফিলিস্তিনি নিহত

শনিবার, এপ্রিল ২২, ২০২৩

প্রিন্ট করুন

জেনিন, ফিলিস্তিন: ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকালে জেনিন শহর ও পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের এ হামলায় আরো ছয় ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে দুইজন ত্রাণকর্মীও রয়েছে। খবর পার্সটুডের।

আল-খালিল শহর ও সেখানকার শরণার্থী শিবিরে ইহুদিবাদী বিশেষ ফোর্স ঢুকে পড়ে। তারা ফিলিস্তিনীদের বাড়ির ছাদে উঠে পড়ে। এরপর ইহুদিবাদী সেনাদের সামরিক যানগুলো শহরে হামলা চালায়। ফিলিস্তিনী সংগ্রামীরা পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহীদ খালিল সোলায়মান হাসপাতালের কাছে এ সংঘর্ষ বাধে। দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবিরে যুদ্ধের বুলেট ব্যবহার করে। যার ফলে দুইজন ফিলিস্তিনি শহীদ হয়। জেনিনের হামলাস্থলে দখলদার সেনারা অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা কর্মীদের প্রবেশে বাধা দেয়।

আব্দুল্লাহ আবুত্তিন নামের একজন ডাক্তার আহতদের চিকিৎসা দেয়ার সময় হাসপাতালেই মারাত্মকভাবে আহত হন।

ফিলিস্তিনী সংগ্রামীদের পাল্টা জবাবে দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবির থেকে পিছু হটে গেছে।

এ দিকে, জেহাদে ইসলামি ফিলিস্তিনের সামরিক শাখা কুদস ব্রিগেড বিবৃতিতে জানিয়েছে, দখলদার সেনাদের আজকের হামলার যথাযথ জবাব দেয়া হবে।