বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও সৈন্য পাঠাচ্ছে আমেরিকা। রোববার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ ঘোষণা দিয়েছে। সংবাদ রয়টার্সের।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সুরক্ষায় এ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের পাঠানো এ প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জটিল হওয়ায় এটি পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ জন সৈন্য ইসরায়েলে যাবে বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।’

এ দিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলের মাটিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন করে তাদের জীবন ঝুঁকিতে ফেলছে।’

প্রসঙ্গত, গেল ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর উত্তরে ইরানকে চরম দাম দিতে হবে বলে হুঁশিয়ারী দেয় ইসরায়েল।