সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঈশ্বরদী ইপিজেডে কানাডা-চীন কোম্পানির নয় কোটি ১১ লাখ ডলারের বিনিয়োগ

সোমবার, আগস্ট ২২, ২০২২

প্রিন্ট করুন

ঈশ্বরদী, পাবনা: কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় (ঈশ্বরদী ইপিজেড) নয় কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি সুতা তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বিগ ডিপার টেক্সটাইল মিলসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও বিগ ডিপার টেক্সটাইল মিলসের চেয়ারম্যান অং জেমি কওক চ্যান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানি বিগ ডিপার টেক্সটাইল মিলস বছরে ১৫ হাজার ৪২২ মেট্রিক টন সুতা উৎপাদন করবে। কারখানাটিতে এক হাজার ২০৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ঈশ্বরদী ও ঢাকা ইপিজেডে এ প্রতিষ্ঠানের আরো তিনটি কোম্পানি তাদের ব্যবসায় পরিচালনা করছে।