রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

উ. কোরিয়ার সীমান্তের পাশে দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পাজু এলাকায় যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশ।

শনিবার (১৪ জানুয়ারি) ইরানের মাহের নিউজ এজেন্সি জানায়, মহড়ায় দক্ষিণ কোরিয়ার টাইগার ডেমোনস্ট্রেশন ব্রিগেড ও ইউএস স্ট্রাইকার ব্রিগেডের প্রায় ৮০০ সেনা অংশ নেয়। এতে সাজোয়া যান রিকনেসান্স ড্রোন এবং অ্যান্টি-ট্যাংক মিসাইল দেখানো হয়। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্ডাস্ট্রি ফোর প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হয়।

টাইগার ইউনিটের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লি জে-ইয়ং জানান, এ মহড়ার মাধ্যমে, ‘আর্মি টাইগার ডেমোনস্ট্রেশন ব্রিগেডের যুদ্ধের সক্ষমতাকে আরো দৃঢ় করতে সক্ষম হয়েছি ও সম্মিলিত বাহিনীর সাথে এর আন্তঃকার্যক্ষমতা যাচাই করতে পেরেছি।’

কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ড্রোন, সেনাদের জন্য উচ্চ-প্রযুক্তিগত যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার সম্প্রসারিত করে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির জন্য গত বছরের জুন মাসে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর টাইগার ব্রিগেড চালু করেছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ার কথা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে বিষয়টি নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।