চট্টগ্রাম: বর্তমানে মানুষের ভোটাধিকার নেই অভিযোগ করে বিএনপির সদস্য মীর হেলাল বলেছেন, ‘কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছি। এক দফা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবে বিএনপির নেতা-কর্মীরা। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বাস উপযোগী দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।’
রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম শ্রমিক মেহনতী মানুষদের সমাবেশ সফল করার লক্ষ্য শনিবার (১৫ জুলাই) দুপুরে সিটির কাজীদের দেউড়ীর নাসিমন ভবনে হাটহাজারী উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তৃতায় মীর হেলাল আরো বলেন, ‘বর্তমান সরকার দেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের অধীনে দেশে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আমাদের কাছে এ মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দাবি আদায়ে সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হয়েছে। সে লক্ষ্যে কাজ চলছে।’
তিনি বলেন, ‘আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের শ্রমজীবী মানুষ, আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের খেটে খাওয়া মানুষ। তারা দুই বেলা দুই মুঠো খেতে পায় না। তাই, আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে রোববারের (১৬ জুলাই) সমাবেশ সফল করতে হবে।’
হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ মোহাম্মদ আজিম পৌরসভা শ্রমিক দলের সদস্য সচিব কামাল উদদীনের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএন পির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য রফিক চৌধুরী আইয়ুব খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, বিএনপির নেতা মোসলেম চৌধুরী, ইলিয়াস চৌধুরী, ওসমান গনী , রহমতুল্লাহ চৌধুরী, জিএম সাইফুল ইসলাম, শ্রমিক নেতা নুরুল হক পুতু, নুরুল আমীন, নাসিম উদ্দীন, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, ছাত্র দলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী, সদস্য সচিব গাজী মুবিন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রকি, সদস্য সচিব শাহেদ খান, পৌরসভা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ রুবেল, উপজেলা শ্রমিক দলের নাছির, বিএনপির নেতা নুর হোসেন, জাফর আলম, নাছির উদ্দীন বাবুল, যুবদল নেতা মোহাম্মদ রাশেদ, পারভেজ তালুকদার, নাছির তালুকদার, ছাত্রনেতা ফরহাদ, রিয়াজ বাবু।