শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

এক সময় আমাকে পাগল বলা হত

সোমবার, মার্চ ৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে সংবর্ধনা দেয়া হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে রোববার (৫ মার্চ) সন্ধ্যা জ্যামাইকার জেসন পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এটর্নী মঈন চৌধুরী ও ব্যবসায়ী নেতা শাহ নেওয়াজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়কের কথা বললে এক সময় আমাকে পাগল বলা হত। এখন দেশের মানুষ বুঝে, মানুষের ভুলের কারণে দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য সচেতনতার আহ্বান জানান তিনি।