ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘তারা গত ১৬-১৭ বছরে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে পারেননি। সেই পরিস্থিতি কেটে গেছে। এখন তারা নির্বিঘ্নে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে পারেন।’
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যে মির্জা আব্বাস আরো বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের আমলে আমি ১২ বার গ্রেফতার হয়েছি। এখনও আমার নামে ১০৮টা মামলা আছে। কেউ বাসাবাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। অনেক ইসলামি দলের নেতার বিরুদ্ধেও মামলা হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম-ওলামা জেল খেটেছেন, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল, তখন যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন। এখানে যারা আছেন, কেউ হলফ করে বলতে পারবেন না যে গত ১৬-১৭ বছর তারা বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন।’
ভারতের উদ্দেশে এ সময় তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।’
মির্জা আব্বাস আরো বলেন, ‘বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। হাসিনার পতনে তোমাদের এত মাথাব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, অস্থিরতা সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেভ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনও আপস করব না।’