বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

এটিভি ইউএসএ-ট্যাপ ট্যাপ সেন্ড কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার জয়ী তাজবীহ তালহা

বুধবার, মার্চ ২৬, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: এটিভি ইউএসএ-ট্যাপ ট্যাপ সেন্ড কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এ প্রথম স্থান অর্জন করেছে ৬ বছরের শিশু তাজবীহ তালহাহ ভুইয়া।

রোববার (২৪ মার্চ) নিউইয়র্কের জ্যামাইকার আশা পার্টি হলে সম্পন্ন হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কের আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের মানুষ।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সারাবন তহুরা ও তৃতীয় মোহাম্মদ সুরাইম সালেহ। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। সেরা দশ প্রতিযোগীকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সবাইকেই দেয়া হয়েছে সার্টিফিকেট।

নিউইয়র্কের পাঁচটি বরো থেকে উঠে আসা ১৬ জন প্রতিযোগী অংশ নেন গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তাজবীহ তালহাহ ভুইয়া পেয়েছে দেড় হাজার ডলার পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকার করে সারাবন তহুরার হাতে তুলে দেয়া হয় এক হাজার ডলার ও তৃতীয় স্থান অধিকার করা মোহাম্মদ সুরাইম সালেহ পায় ৫০০ ডলার অর্থ পুরস্কার।

কোরআন আল্লাহর বাণী, যা হৃদয়কে প্রশান্ত করে, জীবনকে আলোকিত করে। কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অমীয় জ্ঞান, শান্তি আর সঠিক পথের নির্দেশনা। এই গ্রন্থের সুমধুর তিলাওয়াতেই মুখর হয়ে উঠে এটিভি ইউএসএর কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয়া প্রতিযোগীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় কোরআনের সুমধুর আয়াত। অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীই ছিলো অসাধারণ। তাদের কণ্ঠে উঠে আসা কোরআন তিলাওয়াতের অনুভূতি ছিলো হৃদয়গ্রাহী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ ও মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

কোরআন তিলাওয়াত শেষে প্রতিটি প্রতিযোগীকে প্রশ্ন করেন বিচারকেরা। দক্ষতার সাথে উত্তর দেন প্রতিযোগীরা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

কোরআন নাজিলের মাস রমজানে আমেরিকার মাটিতে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় এটিভি ইউএসএকে কৃতজ্ঞতা জানান নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। ভবিষ্যতে এটিভি ইউএসএর এমন যেকোনো ভালো উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কুরআনের বাণী সর্বত্র ছড়িয়ে দিতে এটিভি ইউএসএ বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিযোগিতায় সহযোগিতা করায় সবাইকে কৃতজ্ঞতা জানান এটিভি ইউএসএর প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান।

তিনি বলেন, ‘প্রতিযোগিতার সিদ্ধান্ত নেয়ার পর স্বল্প সময়ে এতো বড় আয়োজন করা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরেছে এটিভি ইউএসএ।’

এটিভি ইউএসএর চেয়ারপারসন এশা রহমান কোমলমতি শিশুদের কোরআন তিলাওয়াত শুনে মুদ্ধতা প্রকাশ করেন। তিনি শিশুদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এশা বলেন, ‘মোবাইল ফোন বা ট্যাবে গেমস খেলায় আসক্ত না হয়ে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে; যা অত্যন্ত আনন্দের ও গর্বের।’

এটিভি ইউএসএ-ট্যাপ ট্যাপ সেন্ড আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর সিজন এক পাওয়ার্ড বাই উৎসব ডট কমে বিভিন্ন স্তরে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে প্লাটিনাম পার্টনার খলিল বিরিয়ানী হাউজ, গোল্ড পার্টনার বাংলা ট্রাভেলস। এ ছাড়া সঙ্গে ছিলেন কীম্যাক্স রিয়েলটি, সাপ্তাহিক নবযুগ, মর্টগেজ ব্রোকার শ্যামনুন শিবলী ও রিয়েলটর বদরুল চৌধুরী। মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক সাদাকালো।