শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

শিরোনাম

‘এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রন্ধনশিল্পী খলিলুর রহমান

সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: এবার বাংলাদেশেও স্বীকৃতি পেলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যবসায়ী ও রন্ধনশিল্পী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকার শেরাটন হোটেলে এনআরবি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন আয়োজিত এনআরবি প্রফেশনালস সামিটের তাকে সম্মাননা দেয়া হয়। 

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ‘এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রাপ্ত খলিলুর রহমান। 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

পুরস্কার পেয়ে খলিলুর রহমান বলেন, ‘বিশ্বের নানা দেশ থেকে যারা এ সামিটে যোগ দিয়েছেন, তারা কোন না কোনভাবে বাংলাদেশকে সম্মানিত করছেন। তাদের জন্য এ সম্মাননা অত্যন্ত খুশির ও গর্বের। আমিও খুব খুশি।