রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

এবার খলিল বিরিয়ানি হাউসের শাখা হচ্ছে জ্যামাইকায়

রবিবার, অক্টোবর ৯, ২০২২

প্রিন্ট করুন

জ্যামাইকা, নিউইয়র্ক: সুস্বাদু ও হালাল খাবারের বিস্বস্ত নাম খলিল বিরিয়ানি হাউস। জনপ্রিয়তার কারণে নিউইয়র্কে আস্তে আস্তে এ প্রতিষ্ঠানের পরিধি বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার জ্যামাইকায় এর শাখার খুলছেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ খলিলুর রহমান।

আগামী ১৯ অক্টোবরের বিকাল পাঁচটায় এ শাখার উদ্বোধন করার কথা রয়েছে।

বলে রাখা ভাল, চালু হওয়ার পর থেকেই স্বাদে ও মানে কমিউনিটিতে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে খলিল বিরিয়ানি হাউস।

নতুন নতুন রেসিপি আবিষ্কার করে ভোজনরসিকদের চমকে দিতে পছন্দ করেন খলিলুর রহমান। তেমনই দুইটি নাম বাইডেন বিরিয়ানি ও হান্ডি বিরিয়ানি। এ দুই রেসিপির পাশাপাশি খলিল বিরিয়ানি হাউসের জ্যামাইকা শাখায় আরো থাকবে মোরগ পলাও কাচ্ছি বিরিয়ানি।