শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

এবার মার্কিন ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসাপ্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারে নতুন নীতি ঘোষণা করেছে।

সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মানুযায়ী, যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। এছাড়া ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ ও ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দিতে পারে।

বাইডেন প্রশাসনের সময় ড্রপ বক্স পদ্ধতিতে আগে ভিসা থাকলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৪৮ মাসের মধ্যে আবার আবেদন করলে সাক্ষাৎকার দিতে হতো না।

তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে ১২ মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপবক্স সুবিধা পাবেন।

এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না, তাদের নিজ নিজ দেশে মার্কিন কনস্যুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে। যা ভিসাপ্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

নতুন মার্কিন ভিসা নীতিতে ভ্রমণ ও কর্মসংস্থান ভিসা এবং পরিবারভিত্তিক ভিসার নবায়নের ক্ষেত্রেও সাক্ষাৎকার মওকুফের সুযোগ কমানো হয়েছে। এ কারণে ভিসা প্রক্রিয়া দীর্ঘ ও সাক্ষাৎকারের অপেক্ষা বাড়তে পারে ধারণা করা হচ্ছে।