নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন নয়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে নিউইয়র্কের রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য এলিস ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্য শক্তিশালী, কঠোর ও স্মার্ট মার্কিনী, তিনি সম্মুখসারির যোদ্ধা।’
এছাড়া ট্রাম্প কট্টর অভিবাসীবিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত টম হোমানকে তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন।
রোববার (১০ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আইসিইর প্রাক্তন পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’
ট্রাম্প লিখেছেন, ‘আমি দীর্ঘ দিন ধরে টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে তার চেয়ে ভাল আর কেউ নেই।’