বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

ওজনপার্কে রোটারী ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্কের খাদ্য সামগ্রী বিতরণ

বুধবার, মার্চ ২৬, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব পাইওনিয়ারস ও রোটারি ক্লাব অব সানসাইন।

এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) ওজনপার্কে রোটারি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারি ক্লাব অব পাইওনিয়ারসের চার্টার প্রেসিডেন্ট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি রহিম হাওলাদার, ব্রুকলেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিগুয়েল ফিলাসিনো, ক্লাবের প্রেসিডেন্ট শাহনাজ রহিম, রোটারিয়ান রইছ রহমান, কমিউনিটি একটিভিস্ট এটিএম তালহা, সহায়তা প্রদানকারী ছাত্র আকতারুজ্জামান নূর, মুহতাদি ইয়ামিন।

অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান নাহিদুর রহমান নাহিদ।

অনুষ্ঠানে শাহনাজ রহিম বলেন, ‘মানবতার সেবায় রোটারি ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্ক যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতায় এ যাত্রা আজীবন অব্যাহত থাকবে। রোটারী ক্লাব আর্তমানবতার সেবায় বিশ্বব্যাপী সুনামের সাথে অবদান রাখছে।’

তিনি সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।