শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়াজেদীয়াতে ও হাটহাজারী ঘাসফুলের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সোমবার, জুন ১২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার প্রশাসকের আহবানে সাড়া দিয়ে শনিবার (১০ জুন) চট্টগ্রাম সিটির অনন্যা আবাসিক এলাকার নিকটস্থ ওয়াজেদীয়াতে ও হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে উন্নয়ন সংস্থা ঘাসফুল।

ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এ কার্যক্রম আগামী দুই মাস চলবে।

বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন সংস্থার মাইক্রেফিন্যান্স বিভাগের সহকারি পরিচালক শামসুল হক, প্রশাসন বিভাগের বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ, এরিয়া ম্যানেজার নাজমুল হাসান পাটোয়ারী, শাখা ব্যবস্থাপক মশলিউর রহমান, কর্মকর্তা আবদুর রহমান, সমৃদ্ধি-গুমান মর্দ্দনের সমন্বয়কারী মো. রিদোয়ান, কর্মকর্তা পাভেল তালুকদার, রুমেল মুৎসুদ্দী, অনিক বড়ুয়া, তানজিনা নাজনীন।

বলে রাখা ভাল, ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০১ সাল থেকে পটিয়া, আনোয়ারা, হাটহাজারী, মীরসরাই ও চট্টগ্রাম সিটির পতেঙ্গা, কাটগড়, বৃহত্তর হালিশহর, পাহাড়তলী, মাদারবাড়ী ও কাট্টলীসহ ৪১টি ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মক্তব, মন্দির ও ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।