শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়ারফেজের ৪০ ও আর্টসেলের ২৫ বছর পূর্তি, যৌথ কনসার্ট হচ্ছে নিউইয়র্কে

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর ও আর্টসেলের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যৌথ কনসার্ট আয়োজন করবে ব্যান্ড দল দুইটি। আগামী ২৬ অক্টোবর সিটির ব্রুকলিনের বিশাল দর্শক ধারণক্ষতা সম্পন্ন টিলিস সেন্টারে এ কনসার্ট হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও গ্যালাক্সি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে, ঠিকানার প্রযোজনায় ও রিভার্টেলের সৌজন্যে কালজয়ী এ দুইটি ব্যান্ডের কনসার্ট আয়োজিত হবে। কনসার্টের সহযোগী আয়োজক হিসেবে থাকছে সেভ দ্যা স্মাইল। শনিবার (২৬ অক্টোবর) টিলিস সেন্টারে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

আয়োজরা জানান, নিউইয়র্ক সিটির বুকে এ কনসার্টটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কনসার্টের দুইটা প্রজন্মকে এক করা হবে। দেশের জনপ্রিয় দুইটি ব্যান্ডের নান্দনিক পরিবেশনা দর্শক মাতাবে বলেও দাবি করেন তারা।

এরমধ্যেই ৪০ বছর পার করা ওয়ারফেজ যাত্রা শুরু করেছিল ১৯৮৪ সালের ৬ জুন। দীর্ঘ পথচলায় জনপ্রিয় এ ব্যান্ডটি তার শ্রোতাদের উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান।
এখন পর্যন্ত এ ব্যান্ডটির আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

অন্য দিকে, আর্টসেল পার করেছে ব্যান্ড প্রতিষ্ঠার গৌরভ উজ্জল ২৫ বছর। ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেল ব্যান্ডের। ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’র মত জনপ্রিয় গানগুলো আছে ব্যান্ডটির ঝুলিতে। গেল বছর প্রকাশ পেয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।