সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়াশিংটনে প্রচণ্ড গরমে গলে পড়ছে আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য!

বুধবার, জুন ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন ও বোস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটি। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূলের দশ কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্টও। এর মধ্যেই গরমে এবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য গলে পড়ছে। সংবাদ এনডিটিভি, বিবিসির।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ছয় ফুট লম্বা একটি মোমের ভাস্কর্য আছে। ভাস্কর্যটি তীব্র গরমে গলে পড়ছে।

সম্প্রতি ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ওঠে। এতে ওয়াশিংটনের ক্যাম্প বার্কারে রাখা মোমের তৈরি লিংকনের ভাস্কর্যটি বেঁকে বিকৃত হয়ে গেছে।

প্রথমে ভাস্কর্যের মাথাটি প্রচণ্ড গরমে নুয়ে পড়ে। তারপর এর পা বেঁকে গেছে। কর্তৃপক্ষ এখন ভাস্কর্যটি মেরামত করছে।

মোম মনুমেন্ট সিরিজের অংশ হিসেবে ভাস্কর্যটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী স্যান্ডি উইলিয়ামস। ক্যাম্প বার্কার একটি গৃহযুদ্ধ-যুগের শরণার্থী শিবির, যেখানে পূর্বে ক্রীতদাস ও মুক্ত আফ্রিকান আমেরিকানদের রাখা হয়েছিল। বর্তমানে এটি একটি প্রাথমিক বিদ্যালয়।