ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ‘নোঙর তোল তোল সময় যে হল হল, নোঙর তোল তোল’- নৌকার গান খ্যাত মুক্তিযুদ্ধকালের অনবদ্য সৃষ্টি ও দেশাত্মবোধক জনপ্রিয় সংগীতটি এবার শোনা গেল বিশ্ব ব্যাংকের সদর দফতরে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোমবার (১ মে) বিশ্ব ব্যাংকের সদর দফতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘নোঙর তোল তোল’ গানের সাথে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।
বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দফতরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটির সাথে নৃত্য পরিবেশিত হয়।
দেশ ও দেশের মাটিকে ভালবেসে রচিত হয়েছে অসংখ্য গান। এগুলোকে দেশাত্মবোধক বা দেশপ্রেমমূলক গান বলা হয়। মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল এসব দেশাত্মবোধক গান, যার মধ্যে অন্য রকম এক উদ্দীপনা খুঁজে পেত দেশের মুক্তিকামী মানুষ। ‘নোঙর তোল তোল’ তেমনি একটি গান।
জাপান সফর শেষে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের সম্পর্কের ৫০ বছর উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেয়াই তার এবারের যুক্তরাষ্ট্র সফরের প্রধান লক্ষ্য।
দিনটি ছিল বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক অংশীদারত্বের ৫০ বছর পূর্তি। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে বিশ্ব ব্যাংকের সদর দফতরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র সফররত শেখ হাসিনা। প্রথম কর্মসূচি হিসেবে এ দিন সকালে জাতিসংঘের সদর দফতরে একটি ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে উদ্বোধন করেন শেখ হাসিনা ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। অনুষ্ঠানে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের হাতে সেই পদ্মা সেতুর ছবি তুলে দেন শেখ হাসিনা।
এরপর বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদ্যাপনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে নৃত্যের সাথে সাথে পরিবেশিত হয় নৌকার গান ‘নোঙর তোল তোল’ গানটি। মঞ্চের সামনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সাথে বসে গানটি উপভোগ করেন শেখ হাসিনা।