ঢাকা: বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বহুল প্রতীক্ষিত ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সিগনেটরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
বুধবার (১২ জুন) আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় পৃথিবীর ২৩টি সইকারী দেশ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্তটি অনুমোদন করেছে।’
আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,‘ এ অর্জন দেশের প্রকৌশলীদের অর্জন। এ অর্জনের মধ্য দিয়ে দেশের প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃতি পাবে। দেশের প্রকৌশল শিক্ষা ওপেশার উন্নয়নে আইইবি বদ্ধপরিকর।’
বলে রাখা ভাল, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি লাভ করায় দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি এখন থেকে আন্তর্জাতিকভাবে সনদ প্রদান ও মনিটরিং করার ক্ষমতা পেল।