সোমবার, ১৩ মে ২০২৪

শিরোনাম

ওয়াশিংটন ডিসিতে স্বপ্নীল সজীবের গানে মুগ্ধ দর্শক শ্রোতা

বুধবার, আগস্ট ২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মাতালেন বাংলাদেশের তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে আয়োজিত সংগীত সন্ধায় তরুণ এ শিল্পীর গানে মুগ্ধ হয়েছেন উপস্থিত অগণিত দর্শক শ্রোতা।

শুরুতে দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন স্বপ্নীল সজীব। এরপর একে একে রবীন্দ্র সংগীত, আধুনিক বাংলা, হিন্দী, পল্লীগীতি পরিবেশন করে মুগ্ধতা ছড়ান। স্বপ্নীল জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় রবীন্দ্র ও ফোক সংগীতে দুই বার স্বর্ণ পদক পেয়েছেন।

এর আগে জনপ্রিয় শিল্পী দম্পতি ফয়সাল কাদের ও লাবনী কাদের দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন ‘জানিনা জানিনা’ ও ‘যদি হিমালয়ের’ গান দু’টি। রোজমেরি মিতু রোবেরিও নৃত্য পরিবেশন করেন। সুনিল গঙ্গোপাধ্যায়ের ‘ভালবাসি-ভালবাসি’ কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিকার কবিতা দেলওয়ার।

অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি এলাকার সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।