রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ওরেগনে বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত; নিহত তিন

সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩

প্রিন্ট করুন

ইন্ডিপেন্ডেন্স, ওরেগন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্স এলাকায় বিদ্যুতের লাইনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালের এই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর এপির।

ইন্ডিপেন্ডেন্স পুলিশ ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্ডিপেন্ডেন্স এলাকায় শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল চারটা ৫৫ মিনিটে একটি এক ইঞ্জিনের উড়োজাহাজ বিধ্বস্তের সংবাদ পায় পল্ক কাউন্টির জরুরি সেবা।’

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিদ্যুতের তারের সাথে ধাক্কার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্যাসিফিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ইন্ডিপেন্ডেন্সে দুর্ঘটনার পর তাদের অন্তত ৩৭৫ জন ক্রেতা বিদ্যুৎহীন হয়ে পড়েন।

স্থানীয় পুলিশ ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।