ত্যাগ আদর্শের বার্তা করতে হলে স্মরণ
মহরম মাসের ফজিলত জেনে কর বরণ।
ঐতিহাসিক এ দিন মুমিন মুসলিম সব
হৃদয় দিয়ে কারবালারে করে অনুভব।
কেউ বা করে বিশেষ আমল
কেউ বা করে সব
নবীর প্রেমে মসগুল যারা
শুধুই ডাকে রব।
আশুরার দিনে ফিরে ফিরে আসে কারবালা
শোকে মাতম দেখছে সাথে যায় বেলা।
কারবালা নয় শুধু ফোরাতের তীরে
আরো কারবালা আছে মানুষের ভীড়ে!
কবি: আবৃত্তিশিল্পী, অভিনয়কর্মী, সাংবাদিক, চট্টগ্রাম