সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: ইন্টারনেট । মো. গনি মিয়া বাবুল

শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ধরা যায় না, ছোঁয়া যায় না নিরাকার
তোমায় ছাড়া জীবন-জীবিকা অচল হাহাকার,
তুমি আছ সবই আছে, সবাই কাছে
তোমায় ছাড়া ফেসবুক টুইটার সবই মিছে।

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে
তুমি আছ মিশে অগ্রযাত্রায় একসাথে,
ডিজিটাল বাংলাদেশ তোমায় ছাড়া নয়
প্রতিনিয়ত একসাথে আমরা করব বিশ্ব জয়।

ব্যবসায়-বাণিজ্য অগ্রগতি উন্নয়ন
রাত দিন সর্বক্ষণ তোমায় প্রয়োজন,
বিদ্যুৎ পানি গ্যাস ভ্যাট
চালিকা শক্তি তুমি ইন্টারনেট।

কবি: কবি, গবেষক, কলাম লেখক ও সমাজসেবক, ঢাকা