অমর একুশে এক চেতনার নাম
রফিক, জব্বার, বরকত, সালাম…
নাম না জানা কতজন হল শহীদ
কত বাঙালির রক্তে রঞ্জিত রাজপথ;
সে গর্বের ইতিহাস সকলেই জ্ঞাত।
কিন্তু সেই চেতনা আজ অবহেলিত;
মাতৃভাষা বাংলা আজ অযত্নে অব্যবহৃত…
শহীদেরা কি এ জন্য রক্ত দিয়েছিল?
নিশ্চয়ই -‘না’।
নতুন প্রজন্মের নিতে হবে শপথ!
অর্জিত ইতিহাস অক্ষুণ্ণ রাখতে,
সচেষ্ট হতে হবে সবাইকে;
করতে হবে বাংলা ভাষার প্রয়োগ,
সর্বক্ষেত্রে নিশ্চিত করতে হবে-
অমর একুশের চেতনা;
রুখতে হবে অপ-সংস্কৃতির বিকাশ,
রক্ষা করতে হবে বাংলার গর্বের ইতিহাস।
কবি: আবৃত্তিশিল্পী, চট্টগ্রাম