দেখ আজ সবে বাংলায় দেখ, কত গান জারি সারি,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
স্বাধীনতা নিয়ে আজ দেখা যায়, কত লেখা সারিসারি,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেবরুয়ারি?
পাকিস্তানি ঐ পাক হানাদার, এ বাংলায় এসে,
কোটি বাঙালির প্রাণ যে নিল, সোনার বাংলাদেশে।
কত মা বোনের ইজ্জত ওরা, নিয়েছিল ভাই কাড়ি,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
মা হারাল সন্তান তার, বোন হারাল ভাই,
কত বাঙালির বাড়ি-ঘর জ্বলে, পুড়ে হয়েছিল ছাই।
বাঁচাতে এ দেশ হারাল যে সব, বাংলার কত নারী,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
উঠেছিল যেদিন এ বাংলায়, মাতনের আহাজারী,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
দেশ মায়েরই কষ্ট দেখে, হয়েছিল বুক ভারি,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
বীর যোদ্ধার সন্তান আমি, জয়গান গাই তারই,
ছিল কি সহজ সেদিনের সেই, একুশে ফেব্রুয়ারি?
দেখ চেয়ে আজ স্বাধীন দেশেও, ধ্বংসের আহাজারী,
পাইনি রে ভাই এত সহজেই, একুশে ফেবরুয়ারী।
দেশ নিয়ে আজ কেন কর, সবাই মিলে কাড়াকাড়ি,
আমার ভাইয়ের রক্তে যে লাল, একুশে ফেব্রুয়ারি।।
কবি: গীতিকার ও অভিনয়শল্পী, উত্তর, ঢাকা