রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কবিতা: ঐতিহাসিক চুমুতত্ত্ব । বোরহান রাব্বানী

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন
বোরহান রাব্বানী

তোমার ঠোঁটে টাটকা কিছু মধু আছে নাকি?
ভালবাসা চুমু ছাড়া হয় নাকি মাখামাখি?

ভালবাসা মিষ্টি নাকি তিতকুটে?
ভালবাসা চুমু ছাড়া বিদঘুটে!

ভালবেসে চুমু খেলে দোষ কি কিছু আছে?
ভালবাসায় চুমু ছাড়া সব যে হাঁচা-মিছে।

ভালবাসা ছুঁয়েছে যার মন সে জানে
চুমু ছাড়া ভালবাসার হয় না কোন মানে।

তুমি আমি সাত জনম খুব করে যদি বাঁচি-
চুমুর জোরে থাকব দুইজন ভীষণ কাছাকাছি।

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম