রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কবিতা: কেউ সুখে নেই । আব্দুল কাইয়ুম

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন
আব্দুল কাইয়ুম

সুখে নেই সবুজ পত্র-পল্লব
সুখে নেই সৌরভ ছড়ানো ফুলগুলো।

সুখে নেই কদম চাপা নয়নতারার পাপড়িরা
সুখে নেই পূর্ণিমার আলো দেয়া ,
উজ্জ্বল জোছনা বা শুকতারা।

সুখে নেই কাশবন ফুলে ফুলে সাদা,
সুখ যেন আমাবশ্যার চাঁদ।

সুখের খোঁজে মনটা দেয় নাড়া,
তবু সুখ যেন যায় নাকো পাওয়া।

হায় সুখ, কোথা গেলে সুখের চাদর ফেলে
তবু সুখ – সুখটা পেতে মন দিশেহারা।
সুখ যেন মনের অসুখ আজ,
সুখটা পেতে চাই, নাই কোন লাজ।

সুখ আর সুখটাকে খুঁজে ফিরি চারপাশে,
কোথাও নেই সুখটাতো, দেয় না কোন ধরা।
সুখের জন্য আমি আজ দিশেহারা।।