রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: তুমি ছাড়া মায়ার শহর শুন্য । সজীবুর রহমান

শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

প্রিন্ট করুন

হাতে হাত রেখে আমরা পথ হারিয়েছি বহু বার।
মায়ার শহরের গোলকধাঁধায়।
পার্কের বেঞ্চি, জনাকীর্ণ ফুটপাত, গাছের ছায়ার আড়ালে উঁকি দেয়া সূর্য,
ঝর্ণায় বেয়ে চলা জলের কলকল ধ্বনি,
আলো-ছায়ায় ঘেরা পাহাড়ি ঢালু পথ,
গাছে গাছে কিচিরমিচিরে মুখরিত পাখিরা,
পথে ঘাটে ফুটে থাকা নাম না জানা অসংখ্য ফুলেরাও জানে, তোমার আমার গল্প।
আমরা হেঁটেছি বহুদূর বৃষ্টিস্নাত ভরদুপুরে।
ভালবাসি, ভালবাসি বলে তোমার খোঁপায় গুঁজেছি বাগান বিলাস, কাঠগোলাপ আরো নানা রঙের ফুল।
তুমি, আমি হেসেছি, কেঁদেছি, দেখেছি নানা রঙিন স্বপ্ন।
মায়ার শহর আমাদের ভরিয়ে দিয়েছে ভালবাসার রসদে।

আজ তুমি নেই এ শহরে
খুঁজে ফিরি তোমায় নানা প্রান্তরে,
এখন আমি কথা বলি ফুল, পাখি, পথকুকুর, গাছেদের সাথে,
বসে থাকি নীরবে, যেখানে আমরা বুনেছিলাম অজস্র স্বপ্ন।
তুমি ছাড়া মায়ার শহর আমার কাছে শুন্য
আমি হয়তো পাড়ি দিব
জীবন নামক আজব সাগর
মায়ার শহরের তোমার আমার সোনালী স্মৃতির রোমন্হনে।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম