রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: তোমার অপেক্ষায় । বিকিরণ বড়ুয়া

রবিবার, এপ্রিল ৯, ২০২৩

প্রিন্ট করুন

আমি তোমার অপেক্ষায় আছি।

বর্ণ পরিচয় পর্বের পূর্বেই
বেড়ে ওঠা একসাথেই।

কী আপ্লুত, কী নিবিড় পবিত্রতায়;
করেছি পাঠ একাগ্রতায়।
কেমন যেন মেতে উঠতাম
তোমায় নিয়ে প্রতিনিয়ত।

ধীরে ধীরে চেয়েছি আমি
বুঝতে, চেয়েছি পড়তে গভীর
মনোযোগে, নিবিষ্ট পাঠক হয়ে।

তুমি তো রহস্যাবৃত, কী রকম
জটিলও মনে হয় কখনো কখনো।
বিস্মিত করে চল সব সময়,
বিচ্ছেদের রেখা টানতে উদ্যত থাক

সচকিত সদা সর্বদা।
যতই চেয়েছি যেতে কাছে
পেতেছি হাত, প্রতিদান নয়
একটুকু ছোঁয়া পেতে।
পরম হেলায় না হোক
চরম নিস্পৃহ অভিব্যক্তিতে
করেছ অপমান অনায়াসে।
হয়তো আমার ছিলে না
হয়তো আমিই শুধু তোমায়
চেয়েছি পেতে বার বার।
ক্ষণিক অমনোযোগিতাকে
অবহেলা ভেবে অভিমানে
দূরে যেতে যেতে কখনো কখনো
শুধু স্পর্শ নয়,দৃষ্টি সীমা অতিক্রমের
চেষ্টা দেখেছি তোমার।

আজ কায়ো মনো বাক্যে একাত্মতায়
বলছি বিনম্রতার সুরে সুরে;
আমি অপেক্ষিত তোমায় পাবার
ব্যাকুল দৃঢ় প্রত্যয়ে।

যতই লাগুক সময়,
হোক না কাঠ খড় পোড়াতে আরো,
কিংবা হব আমি গুহাবাসী ;
বছরের পর বছর ধ্যানাবিষ্ট থাকব
তোমায় পেতে, আমারই মত করে আলাদা একান্ত আপনায়।

অনন্য আমার কবিতা, আমি
তোমার অপেক্ষায় অপেক্ষিত।

কবি: অভিনেতা, চট্টগ্রাম