বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

কবিতা: দুর্বোধ্য ।। উম্মে সালমা চৌধুরী

শুক্রবার, মার্চ ২১, ২০২৫

প্রিন্ট করুন

জীবন, কী নিদারুণ দুর্বোধ্য!
প্রতিনিয়ত বক্ররেখায় চলমান।
বুঝিবার আগেই ঊর্ধে উঠিয়া যায়, ফের নিম্নে ধাবিত হয়।
জীবন যেন নিজেই
তাহার পান্ডুলিপি লিখে যায়।।

যেথা সুন্দর কুৎসিত এক মুদ্রার
এপিঠ ওপিঠে রয়,
এমন মুদ্রা ভয় পাই তাই
করিতে সঞ্চয়।
কেমনে বুঝিবো খাঁটি মুদ্রা, কেমনে করিবো পরখ?

জীবন কভু রঙিন সকাল, কখনো আঁধার রাত্রি,
জীবনের পথে হেঁটে চলাতে কেবল নিজেই নিজের সঙ্গী।।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।