ফুটল ফুল গাইল পাখি
উঠল সূর্য কত অনুরাগ,
নতুন স্বপ্ন নতুন আশায়
ডাক দিয়ে যায় নব বৈশাখ।
সর্বজনীন উৎসব আনন্দে
মেলায় মিলে মিলব মেলাব
প্রতিদিনের বাঙালি হওয়ায়,
স্পন্দিত ব্যাকুলিত দেহ-মন
শ্রেণি পেশা ধর্ম বর্ণের অপূর্ব সম্মিলনে
বাঁচার মত বেঁচে থাকার
জীবনে জীবন প্রাণের সঞ্চার
ডাক দিয়ে যায় নব বৈশাখ।
যায় যে দিন,রেখে যায় দাগ
দাগেই লেগে থাকে রাগ অনুরাগ।
প্রতিদিন প্রতিক্ষণ সব মানুষের
শুভতার অনুভবে মন ভরে থাক,
শুভ শুভ কামনায় নব বৈশাখ।
কবি: সংস্কৃতি কর্মী ও শিক্ষক, চট্টগ্রাম