রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কবিতা: বৈশাখী প্রেম । শৌভিক দাশগুপ্ত

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন
শৌভিক দাশগুপ্ত

তুমি আমি জীবন নামক সত্য নিয়ে প্রতিদিন বেঁচে থাকি
তুমি আমি মৃত্যু নামক সত্য নিয়ে প্রতিদিন ঘুম পোহাই
তুমি আমি প্রেম, তুমি আমি মিলন নতুবা ক্ষণিক বিচ্ছেদ;
এই ঝড়ো মৌসুমের অপরাহ্ণ ধোঁয়া বৃষ্টিতে আমি হয়ে যাই বেপরোয়া তুমিতে কাতর,

নিভে যাওয়া আলোর সিক্ত সন্ধ্যার ঝড়ো ঘুম কাটিয়ে
আজ অপেক্ষারা ঘুমিয়ে পড়ুক ভালবাসার পাশ বালিশে…
আমি বরং তোমায় নিয়ে বৈশাখের প্রলয়প্রিয় আকাশ দেখি,
সূর্যাস্তের পরে আমাদের প্রেমাবৃত নাম দুটি উড়িয়ে দিই দখিনের খোলা আকাশে
বৃষ্টিথামা ছোটাছুটি জ্যোৎস্নায় ঠোঁট মিশ্রিত আদরে বরণ করি নতুন তুমিকে,
তোমায় ভেবে ভেবে বৃষ্টি শুনি, ঝড়ো বাতাস শুনি
বৃষ্টি শহরে ঝড়ের প্রবাহবার্তায় তোমার প্রেমে পড়ি।

আজ বৃষ্টি ছুঁয়ে তুমিও শুনবে এসো
ঝড়ের মত তুমিও গুনবে এসো আমার তোমাতে মেশার শ্বাস,প্রশ্বাস;
আমরা বৈশাখ ভালবাসি
বৈশাখে ভালবাসি,
এই বৈশাখে আমাদের সেই ভালবাসা আবার এক হয়ে যাক
সেই সে বৈশাখের প্রথম প্রহরের দুটো প্রেম চাতকী মানুষের মত
সেই বৈশাখের প্রতিটি প্রহরের জ্বলা নেভা অনুভূতির মত
আমাদের ভালবাসা ভালবাসার আবেগ ফিরে পাক
এই বৈশাখী ঝড়ে আমাদের ভালবাসা অমর হয়ে যাক।

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম