আল্লাহ এক, তাকে পাওয়ার পথ অনেক।
ব্যর্থ হবে সত্য উপলব্ধি, যদি ভাবি পথ এক।
প্রভু তো কোন একটি পথেই সীমাবদ্ধ নন
যে দিকেই তাকাই, সেখানেই পায় প্রভুর নিদর্শন।
প্রভু সর্বত্র বিরাজমান, তিনিই সর্বশক্তিমান।
খোদার কাছে পৌঁছানোর তো অজস্র পথ
মানব প্রেমের মধ্য দিয়েই পৌঁছা তো সম্ভব।
মানব মনের গতানুগতিক শক্তিবল নয়,
ধীশক্তি মনোঃ মনচক্ষু মনঃসংযোগ হই,
অন্তর্দৃষ্টি বা অতীন্দ্রিয় অনুভব শক্তি রয়।
পুরাতাত্ত্বিক ও পারমার্থিক জ্ঞান,
মিলবেই, যদি কাটায় নির্জনে করে ধ্যান।
হবেই তবে পরমসত্তা একাত্বতার নিবেদন।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম