মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: মায়া । সজীবুর রহমান

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

প্রিন্ট করুন

মায়া বিষয়টি বেশ অসহ্যকর।
যে মায়ার বাঁধনে থাকে, সে পৃথিবীর অসহ্যকর সুখ খুঁজে পায়।
আর যার মায়ার বাঁধন ছিড়ে যায়, সে ভুগে অসহনীয় যন্ত্রণায়।
তবুও তো জীবন মায়ায় ডুবে থাকতে চায়।
দীর্ঘ দিনের একই পথ চলাতে পথের উপরও পথিকের মায়া জন্মায়।

মায়ার আলেয়ায় জীবন বদলায়, বদলায় সভ্যতা।
মোহহীন হয়ে পড়া দুইটি দেহ জীবন পাড়ি দেয়,
এ মায়ারই টানে এক সময়।
জীবন সব বিভেদ, জাত-পাত, গোত্র, ধর্ম-বর্ণ,
ভুলে যায় এ মায়ায়।
সব পিছুটান ফেলেই তুমি, আমি ও আমরা,
ধরনী নিয়ে এগিয়ে চলি সোনালি ভোরের আলোয়,
এ মায়ার মায়ায়।

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম