রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: মে দিবসের ভাবনা । সেলিম ভূঁইয়া

সোমবার, মে ১, ২০২৩

প্রিন্ট করুন

শ্রমিক তুমি চুপ কেন আজ?
কে করেছে বশ?
ঠিক মজুরী দিতে চায় না
কে সে তোমার বস?

কর্ম ঘন্টার ধার ধারে না
খাটায় দিন রাত,
দিনের সূর্য দেয় না দেখতে
সকাল থেকে রাত।

কাজ করে যাও অবিরত
ঝরিয়ে গায়ের ঘাম,
এসি রুমে বসে ওরা
দেয় না শ্রমের দাম।

প্রতিবাদে দাও গুড়িয়ে
তাদের সে কাল হাত,
মে দিবসে শোষণের
কাটুক কালো রাত।

কবি: আবৃত্তিশিল্পী ও উপস্থাপক, চট্টগ্রাম