রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩

প্রিন্ট করুন

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক……..
সন্দেহ তাতে নাই,
সত্য স্বপ্ন দেখিয়েছিলেন প্রভু,
তারই প্রিয় রাসুলকে(সা.),
প্রভু যদি চান,
মসজিদুল হারামে মোদের হবেই অবস্থান,
মোদের করা হবে একীভূত তাহারই নিকটে এনে
মোরা করছি স্মরণ তোমার‌ই সুনির্দিষ্ট দিনে।

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক……..
মানবজাতির জন্যে যে ঘর হয়েছিল নির্মাণ
জগতকুলের জন্যে পথের দিশারী তা মহীয়ান।
‘মাকামে ইবরাহিমও’ অনেক নমুনা রয়েছে তার
যে কেউ সেথায় প্রবেশ করে, সে নিরাপদ হয়ে যায়।

মানুষের মাঝে সেখানে যাওয়ার সামর্থ্য আছে যার
সে ঘরের হজ্জ করা দায়িত্ব উদ্দেশে আল্লাহর।
জানিয়া রাখুক যদি কেউ তাহা করে প্রত‍্যাখান
জগতকুলের অমুখাপ্রেক্ষী তো আল্লাহ সুবহান।

যাহা কিছু আছে জমিনে ও আসমানে
বিশ্বাস করি মোরা, সবই আছে আল্লাহর জ্ঞানে।
খলিলুল্লাহ জানল যখন সেই সে ঘরের স্থান
হুকুম পেল তখন, ‘লা শারিকালাকা লাব্বাইক…
প্রভুর এ ঘর পূত-পবিত্র দেখ মুমিনের তরে
যা প্রভু করেছে কাছের-দূরের সমান সবার তরে।

বিশ্বাসীরা, তাওয়াফ, কিয়াম, রুকু ও সিজদা করে
হজ্জের সময় তারাই তো একসাথে ঘোষণা করে,
লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’…………
‘লা শারিকালাকা লাব্বাইক’………

এই তো নিয়ম আর যে ব্যক্তি রাখে তার সম্মান
যে সব অনুষ্ঠানের বিধান আল্লাহ করেন দান,
রবের নিকট তাহার জন্য ইহাই তো কল‍্যাণ।
যারা প্রভুর অনুগ্রহ আর খুশি কামনায় অবিরত
তারাই তো শুধু আছে রুকু ও সিজদায় অবনত।

খোদার‌ই রহমত চেহারায় ফুটে রবে সিজদার ফলে
তাদের বিষয়ে তো আসমানী কিতাব তা-ই বলে।
আল্লাহ সব মুমিন এবং নেককারদের প্রতি
দিয়েছেন ক্ষমা এবং পুরস্কারের প্রতিশ্রুতি।

আকাশে-বাতাসে মুখরিত হয় তারই প্রতিধ্বনি
‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ এর শুধু ধ্বনি।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম