শনিবার, ১৮ মে ২০২৪

শিরোনাম

কবিতা: লাশের বাড়ি কই? । শাহাদাৎ হোসেন চৌধুরী

বুধবার, নভেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন
শাহাদাৎ হোসেন চৌধুরী

লাশ নিয়ে হচ্ছে মিছিল রাজ পথে ঐ
মরল আমার ভাই, খুনিরা গেলি কই।
উল্টো পথে কাফন পরে আসছে আরেক দল
লাশের দখল নিতে করছে প্রয়োগ বল।

দুই পক্ষের গোলাগুলিতে পথিকের প্রাণ সারা,
লাশের বাড়ি কোথায় যেন পায়না কারো সাড়া।
ফায়দা নিতে লাশ দখলে সড়ক রণক্ষেত্র,
ভাঙল দোকান, পুড়ল গাড়ি কারণ জানে না কেউ।

হাসপাতাল ভর্তি রোগী দফায় দফায় হামলা,
থানায় হাজির দুই পক্ষই, দিতে চায় মামলা।
স্বজন খুঁজে পায় না পুলিশ, কিংবা লাশের পরিচয়,
কর্মী বলে কাড়াকাড়ি, হচ্ছে সময় অপচয়।

লাশের পাশে কাঁদছে বুড়ি, বলছে আমার নাতি,
পান আনতে বাজারে গিয়ে পড়ল পেটে গুলি।
প্রভাব বিস্তার, মারামারি নিত্য চলে আজ,
রাজনীতির নোংরা খেলায় পড়ছে শত লাশ।

কবি: সাংবাদিক, চট্টগ্রাম