শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী

শুক্রবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৪

প্রিন্ট করুন

সকলে মোরা ছুটিয়া চলেছি
কালের ঘূর্ণিপাকে;
আগে যেতে চাও? কোথা যাবে ভাই!
এই গোলক ধাঁধার ফাঁদে?

দৌড়িয়া হেথায় ক্লান্ত হইবে
পথ হবে না’কো শেষ!
অসীমের সম্মুখে দাঁড়িয়ে
কেবল স্থির থাকাই বেশ।

সময় বিশেষ যাত্রা-বাহক
লয়ে যাইবে লক্ষ্যে;
কভু থামিবে, কভু ছুটিবে
তুমি থেক কেবল নিজ পক্ষে।

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম