রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কবিতা: সুরের প্রদেশ । মোহাম্মদ ওয়াসিম

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩

প্রিন্ট করুন
মোহাম্মদ ওয়াসিম

সুরের জগতে অসুরের প্রবেশ,
শংকিত আমি, চিন্তিত আমি
কি হবে আগামীর সুরের প্রদেশ!

কেউ ঢুকছে আশ্রয় স্থল ভেবে,
কেউ ঢুকছে রাষ্ট্রীয় ভোগে,
কেউবা আবার স্টেজের লোভে
সুরের জগতের ধারে কাছেও না
কিন্তু দেখায় ভাব শতভাগ।

আসল সুর বেরিয়ে যাচ্ছে তো
নকল সুরের আধিপত্যে।
চিন্তিত আমি, শংকিত আমি
কি হবে আগামীর সুরের প্রদেশ!

মনের জানালা খুলে দাও,
দরজা খুলে দাও,
আসতে দাও আসল সুরের আরশী
মুছে যাক, ধুয়ে যাক
অসুরের সব শক্তি।

সুরেই – সুরেই হ‌উক ,
আসল সুরের আলিঙ্গন।।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।