সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবি মোহাম্মদ নেছারের প্রথম কাব্যগ্রন্থ ‘পরাণ’ এর মোড়ক উন্মোচন

রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: কবি মোহাম্মদ নেছারের প্রথম কাব্য গ্রন্থ নপ্র প্রকাশনী থেকে প্রকাশিত ‘পরাণ’র মোড়ক উন্মোচন শনিবার (৪ ফেব্রুয়ারি) শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে অনুষ্টিত হয়েছে।

কবি ও প্রাবন্ধিক অভীক ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক হরি শংকর জলদাস। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ইমরান সাহা, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী, এম হোসাইন রানা। প্রধান আলোচক ছিলেন পরিবেশবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মো. ইদ্রিস আলী। আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো. আবদুস সালাম, কবি খালেছা খানম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার হাসমত আলী, ফুলকলির জেনারেল ম্যানেজার এমএ সবুর।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. সাগর ও যারীন সুবাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মোহাম্মদ নেছারের কবিতার প্রথম কাব্যগ্রন্থ ‘পরাণ’ এ প্রেম, ভালবাসা, বিরহ ও সমাজের সমসাময়িক বিষয়ে বাস্তব চিত্র ফুটে উঠেছে। মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন বাস্তবতার মুখমুখী হয়ে জগৎ সংসারে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। হাসি, কান্না আরা নানামুখী সমস্যার ভিতরে থেকেও নিজের অপ্রাপ্তির প্রত্যাশাটুকু অন্যের সাথে ভাগ করে নেয়ায় ভালবাসার একগুচ্ছ অনুভুতির প্রকাশ।’