শিকাগো, যুক্তরাষ্ট্র: আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণায় নিজেকে সেরা স্বেচ্ছাসেবক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেট দলের চার দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে সোমবার (১৯ আগস্ট)।
সম্মেলনের প্রথম দিন সোমবার (১৯ আগস্ট) মঞ্চে কমলা হ্যারিসকে আলিঙ্গন করে জো বাইডেন (৮১) বলেন, ‘রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প্রে বিরুদ্ধে কমলা হ্যারিসের প্রচারণায় আমি হব সেরা স্বেচ্ছাসেবক।’
তিনি আরো বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি, আমি হব হ্যারিস ও ওয়ালজ শিবিরের এ যাবৎ দেখা সেরা স্বেচ্ছাসেবক।’
প্রসঙ্গত, টিম ওয়ালজ হলেন কমলার রানিংমেট।
এ দিকে, কমলা আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের আনুষ্ঠানিক মনোনয়ন নেবেন।
বলে রাখা ভার, আগামী নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস জয় পেলে তিনি হবেন দেশটির কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত প্রথম নারী প্রেসিডেন্ট।