রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কমলা হ্যারিসের বিরুদ্ধে তীব্র আক্রমনের প্রস্তুতি ট্রাম্পের

বুধবার, জুলাই ৩১, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর ১০০ দিনও বাকি নেই। এরইমধ্যে গেল ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। রিপাবলকিান দলের প্রার্থী ও দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত দিন ৮১ বছর বয়স্ক বাইডেনের স্বাস্থ্য নিয়েই কটাক্ষ করে আসছিলেন। তিনি তাকে প্রায়ই অসহায় বৃদ্ধ বলে উপহাস করতেন। কিন্তু, কমলা হ্যারিস ট্রাম্পের দুই দশকেরও বেশি ছোট। এ কারণে ট্রাম্পকে আচমকা একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

ট্রাম্প ও রিপাবলিকান দলকে খুব দ্রুতই তাদের কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কমলাকে কীভাবে আক্রমণ করা যায়, তারা এখনো তা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ট্রাম্প এরমধ্যে কমলাকে আক্রমণ করতে গিয়ে তাকে মিথ্যুক ও বামপন্থী-পাগল হিসেবে বর্ণনা করেছেন।

ট্রাম্প বুধবার (৩১ জুলাই) আফ্রিকান আমেরিকান সাংবাদিকদের সঙ্গে গোল টেবিল আলোচনায় যোগ দিতে শিকাগো যাচ্ছেন। সেখানে তিনি কমলার প্রতি আক্রমণে আরো তীব্র হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া, সেখানে অর্থনীতি, অভিবাসন, জ্বালানি, আইন শৃঙ্খলা ও পররাষ্ট্র নীতিতে আমেরিকান ফাস্ট পলিসি বাস্তবায়নের মাধ্যমে সাম্প্রতিক ইতিহাসে অন্য যে কোন প্রেসিডেন্টের চেয়ে কীভাবে তিনি কালো আমেরিকানদের জন্যে বেশি করেছেন তার ব্যাখ্যা করবেন।

এ দিকে, এক সময়ে ট্রাম্পের কট্টর সমালোচক কিন্তু বর্তমানের রানিং মেট ৩৯ বছর বয়স্ক ভেন্স নানাভাবে কমলা হ্যারিসকে আক্রমণ করে যাচ্ছেন। তিনি ‘সন্তানহীন বিড়াল মহিলাদের’ উপহাস করে বলছেন, ‘যারা শিশুবিহীন তারা শাসনের জন্যে কম উপযুক্ত। কারণ, তারা দু:খী ও দেশে তাদের সরাসরি অংশীদারিত্ব নেই।’

তবে সাম্প্রতিক মন্তব্যে ভেন্স প্রতিদ্বন্দ্বিতায় কমলা হ্যারিসের প্রবেশকে রিপাবলিকানদের জন্যে ‘অপ্রত্যাশিত আঘাত’ হিসেবে বর্ণনা করেন।

এ দিকে, কমলা হ্যারিস বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় হিউস্টন ও টেক্সাসে আফ্রিকান আমেরিকান শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেবেন।