বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

কম কার্বন নির্গত করে এমন বিমান তৈরি করছে নাসা এবং বোয়িং

শুক্রবার, জানুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা একটি পরবর্তী প্রজন্মের বাণিজ্যিক বিমান তৈরি করতে বিমানচালনা জায়ান্ট বোয়িংয়ের সাথে যৌথভাবে কাজ করছে। এ বিমান কম কার্বন নির্গত করবে।
নাসা, যার পরিধিতে অ্যারোনটিক্যাল গবেষণাও অন্তর্ভুক্ত রয়েছে, ‘সাসটেইন্যাবল ফ্লাইট ডেমোনস্ট্রেটর’ (এসএফডি) প্রকল্পে সাত বছরে নাসা ৪২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ সময় বোয়িং এবং এর অংশীদাররা আনুমানিক ৭২৫ মিলিয়ন ব্যয় করবে।

নাসার প্রধান বিল নেলসন বলেছেন, ‘এর লক্ষ্য হল ভবিষ্যতের বাণিজ্যিক বিমান তৈরি করা যা ‘পরিবেশ, বাণিজ্যিক বিমান শিল্প ও বিশ্বব্যাপী যাত্রীদের জন্য সুবিধাসহ আরো জ্বালানী সাশ্রয়ী’ হবে।’

নেলসন বুধবার (১৮ জানুয়ারি) বিবৃতিতে বলেন, ‘যদি আমরা সফল হই, তাহলে আমরা এ প্রযুক্তিগুলোকে বিমানে দেখতে পাব। এ বিমান ২০৩০ এর দশকে আকাশে যাত্রী পরিবহন করবে।’

চুক্তিতে নাসা এবং বোয়িংকে একটি পূর্ণ-স্কেল একক-আইল ডেমোনস্ট্রেটর বিমান তৈরি, পরীক্ষা ও উড়ানোর আহবান জানানো হয়েছে।

বোয়িং বলেছে, ‘এসএফডি প্রোগ্রামের অংশ হিসেবে প্রদর্শিত ও পরীক্ষিত প্রযুক্তিগুলো ভবিষ্যতের ডিজাইনগুলোকে যুক্ত করবে এবং যুগান্তকারী এরোডাইনামিকস ও জ্বালানী দক্ষতা লাভের দিকে নিয়ে যেতে পারে।’

বোয়িংয়ের প্রধান প্রকৌশলী গ্রেগ হাইসলপ বলেছেন, ‘এটির ‘টেকসই ভবিষ্যতের দিকে একটি বড় অবদান রাখার সম্ভাবনা রয়েছে।’