শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

কলোরাডোর ফ্রেমন্টে পরিত্যক্ত ভবনে ১১৫ গলিত মৃতদেহের সন্ধান

শনিবার, অক্টোবর ৭, ২০২৩

প্রিন্ট করুন

ফ্রেমন্ট, কলোরাডো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রেমন্ট শহরে পরিত্যক্ত ভবন থেকে এক সাথে ১১৫ জনের গলিত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৬ অক্টোবর) তীব্র পচা দুর্গন্ধের কারণে স্থানীয় অধিবাসীরা একটি ভবনের বিষয়ে পুলিশকে অভিযোগ জানালে পুলিশ বাড়িটিতে তল্লাশি চালানোর সময় মৃতদেহগুলো আবিষ্কার করে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

পরিত্যক্ত ওই ভবন রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠানের। মৃতদেহগুলো তারাই সেখানে রেখেছিল। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ফির বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া করে থাকে।

প্রতিষ্ঠানটির মালিক জন হালফোর্ড দাবি করেছেন, মৃতদেহগুলোর ট্যাক্সিডার্মি করা হয়েছিল। তারপরও কেন দুর্গন্ধ ছড়াল, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।’

কিছু দিন আগেই রাজ্য কর্তৃপক্ষ ভবনটিকে সিলগালা করে দিয়েছে বলে জানান তিনি।

ট্যাক্সিডার্মি হল মানুষ বা কোন প্রাণীর মৃতদেহের চামড়াকে বিশেষভাবে সংরক্ষণ করার পদ্ধতি।

কলোরাডোর সরকারের নথি থেকে জানা যায়, হালফোর্ড অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকারের জন্য ভবনটির নিবন্ধন করলেও সেখানে ট্যাক্সিডার্মি করার অনুমতি নেই তাদের। এছাড়া, আগামী মাসেই ভবনটির নিবন্ধনের মেয়াদ শেষ হবে।

স্থানীয় পুলিশ জানায়, ভবনটির ভেতরের দৃশ্য ভয়াবহ, অধিকাংশ মৃতদেহই গলে গেছে। তাই, পরিচয় শনাক্তের জন্য সেগুলোর আঙুলের ছাপ, ডেন্টাল রেকর্ড বা ডিএনএ টেস্ট করা হবে।