রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কসোভো উত্তেজনায় ‘সর্বোচ্চ’ সতর্কাবস্থায় সার্বিয়ার সেনারা

মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২

প্রিন্ট করুন

বেলগ্রেড, সার্বিয়া: সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিলোস ভুসেভিক সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বলেছেন, দেশটি সশস্ত্র বাহিনীকে ‘সর্বোচ্চ’ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি সাম্প্রতিক গুলি বর্ষণের ও অবরোধের কারণে প্রতিবেশী দেশ কসোভোর সাথে বলকান এ দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন।

কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড এটিকে স্বীকৃতি দিতে অস্বীকার করে ও জাতিগতভাবে কসোভোতে থাকা এক লাখ ২০ হাজার সার্বকে প্রিস্টিনার কর্তৃত্বকে অস্বীকার করতে উৎসাহিত করে, বিশেষকরে দেশটির উত্তরে যেখানে জাতিগতভাবে সার্বরা সংখ্যাগরিষ্ঠ।

খবরে বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে কসোভোর সাথে একাধিক বার উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সার্বিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। এর আগে গত নভেম্বরে কসোভো থেকে বেশ কয়েকটি ড্রোন সার্বিয়ার আকাশসীমায় প্রবেশ করার দাবির পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

গত ১০ ডিসেম্বর উত্তর কসোভোতে সার্বরা জাতিগতভাবে আলবেনীয় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন হামলায় জড়িত সন্দেহে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ করে।

ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী কেএফওআর জানায়, গুলি বর্ষণের পাশাপাশি অবরোধের রেশ ধরেই রোববারের (২৫ ডিসেম্বর) সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মিলোস ভুসেভিক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে ‘সার্বিয়ার প্রেসিডেন্ট দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক (সশস্ত্র শক্তি ব্যবহারের) অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।’