বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

কাজকে ভালবাস, দেখবে পদোন্নতি ও টাকা তোমাদের পিছনে ছুটছে

মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় সিটির লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রামের (আইইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান।

অনুষ্ঠানে একেএম ফজলুল্লাহ বলেন, ‘দেশের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষিতের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারিক শিক্ষাগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠতে হবে।’

এ শিক্ষা যাতে দেশ ও জাতির কল্যাণে আসে, সেই দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন তিনি।

মো. মোজাম্মেল হক বলেন, ‘যে গুণগত শিক্ষার প্রতিশ্রম্নতি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল, তা আজ বাস্তব রূপ নিয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করছে। দেশকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সিভিল ইঞ্জিনিয়াররাই। সুশিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি।’

তিনি প্রয়াত চার উপাচার্যের অবদানের কথা স্মরণ করেন ও আলী আশরাফসহ অন্য প্রয়াত শিক্ষকদের জন্য মাগফেরাত কামনা করেন।

এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ব মানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাউদার্ন পরিবার। সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যোগ্যতাবলে আইইবির অ্যাক্রেডিটেশন পেয়েছে। যারা গ্রাজুয়েট হয়েছো, মনে রাখবে আজ থেকে তোমাদের কর্ম যুদ্ধ শুরু হল। সঠিক শিক্ষা ও প্রযুি্ক্তর সবোর্চ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে- এটাই প্রত্যাশা করছি।’

শরীফ আশরাফউজ্জামান বলেন, ‘তোমরা যারা ডিগ্রি অর্জন করলে সবাইকে অভিনন্দন। আশা করি, এ ডিগ্রি তোমাদের ক্যারিয়ার ও ভবিষ্যতকে সমৃদ্ধ করবে। সামনের দিনগুলো আরো সুন্দর হোক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।’

মো. আবুল মনসুর চৌধুরী বলেন, ‘এ বিদায় আনন্দের। কারণ, তোমরা ডিগ্রি অর্জন করে নতুন একটি জগতে প্রবেশ করছ। শুধুমাত্র বেতন ও প্রমোশনের পিছনে না দৌঁড়ে কাজকে ভালবাস, দেখবে পদোন্নতি ও টাকা তোমাদের পিছনে ছুটছে।’

পরে আমন্ত্রিত অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন অ্যাংকর ২০২৩ এর মোড়ক উন্মোচন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।