ইরান/কাতার: ইরান ও যুক্তরাষ্ট্র সোমবার (১৮ সেপ্টেম্বর) বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয় দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার (১৮ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ও অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বলেন, ‘মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে; যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান যুক্তরাষ্ট্রে থাকবে।’
এ দিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’
এছাড়াও সোমবার (১৮ সেপ্টেম্বর) ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ‘ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় পাঁচ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। বিনিময় চুক্তির অধীনে দুটি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি একাউন্টে স্থানান্তর করা হয়েছে।